পাংশুটে চাঁদের হাসি
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৯/১০/২০২৪
রাতের আকাশটা বড় ঘোলাটে
ঘষা কাঁচের ফানুসে জ্বলে ওঠা বাতির মতো
চাঁদটাকে খুব খু-ব অসহায় লাগছে
বেপরোয়া হাওয়া হ’তে পারলে ভালো হ’তো
এক ঝটকায় সরিয়ে নিতে পারতো ধূসর চাদরটা।
সময়ের শাসনে জেরবার অবস্থা
কতদিন তারার বুটিকের নীলাম্বরী পরা হয়নি
রূপোলি ওড়নাটা উড়ে গেছে
কলঙ্কের চিহ্ন টুকও ধূলো বালি কুয়াশায় বিবর্ণ
ইদানিংকার হালহকীকত এমনই ভয়ংকর!
পৃথিবীতে চাঁদ হ’য়ে থাকাটা বেদনার !
বিষণ্ণতার মাঝেও হাসতেই হয় ,
হাসি মুখ জুড়ে বিষাদের পান্ডুর ছায়া নামে কখন
তবু্ও গালভরা হাসি হাসতেই হয়
হাসি ছড়াবার জন্যই তার অনন্ত জীবন।
হামিরপুর , উত্তর প্রদেশ
১৮/১০/২০২৪