সারেঙ্গায় সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের মুড়কু জাহের গাঁড় গাঁওতার উদ্যোগে তৃতীয় বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি উৎসব ২০২৪ এর শুভ সূচনা হলো সারেঙ্গা মহাত্মাজি, স্মৃতি বিদ্যাপীঠের মুক্তমঞ্চে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ আন্তর্জাতিক কবি সাহিত্যিক কালিপদ সরেন ।এছাড়াও উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ,বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা কর্মাধ্যক্ষ দুর্গাদাস সরেন, সারেঙ্গা মুলুক পারানিক জ্ঞানদা মান্ডি, গডেৎ পরমেশ্বর হাঁসদা, বিশিষ্ট সমাজসেবী বানেশ্বর মুরমু, যমুনা মুরমু, বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের পীর পরগনা শ্রীপতি হেমরম, বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর মহাপাত্র ,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখর রাউত, অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মন্ডল ,আদিত্য মিশ্র, বিশিষ্ট সমাজসেবী ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার, বিশিষ্ট শিক্ষক রবীন্দ্রনাথ মান্ডি প্রমূখ। অতিথিবরণ এরপর স্বাগত ভাষণ দেন মুড়কু জাহের গাঁড় গাঁওতার সভাপতি অরুন কুমার মান্ডি। তিনি প্রধান অতিথি সহ বিশিষ্ট দের হাতে স্মারক তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কালিপদ সরেন বলেন আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ একান্ত প্রয়োজন এত বড় একটি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানান এবং পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন আদিবাসীরাই হল প্রথম আদিম জনজাতি ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের ভূমিকা স্মরণীয়। ধামসা বাজিয়ে আজকের নৃত্য প্রতিযোগিতার সূচনা করেন প্রধান অতিথি কালিপ্রদ সরেন। সাথে প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু উদ্যোক্তাদের মুড়কু জাহের গাড় গাঁওতা সভাপতি অরুন কুমার মান্ডি, প্রমুখ। ধামসা বাজিয়ে অনুষ্ঠানের সূচনার নৃত্য প্রতিযোগিতা শুরু হয়। সভাপতি অরুন কুমার মান্ডি বলেন আগামী আট দিন ধরে চলবে নানান ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে নৃত্য প্রতিযোগিতা মোট ৬৭ টি বিভাগের প্রতিযোগিতা হবে এই উৎসবে এক কথায় বলা যায় জঙ্গলমহলে এটি একটি মিনি অলিম্পিক প্রতিযোগিতা। আমাদের উদ্যোগে এটি তৃতীয় বর্ষের অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সভাপতি অরুন কুমার মান্ডি সহ-সম্পাদক ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *