গুহা পথ
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –২০/১০/২০২৪
গুহা পথে ধীর স্রোত প্রবেশ করে
আবার সে পথেই স্রোত বাইরে উন্মুক্ত হয়
বেজে ওঠে নিরন্তর অচেনা অজানা গুহার জয়গাথা।
ক্ষুদ্রকে বৃহৎ রূপ দান করে
অক্ষত হ’য়ে আজও আগামীর জন্যে প্রস্তুত
একটা অনাবিল সৃষ্টি মুখর গুহা
সে পথ পার হলেই পূর্ণতার একাম্ত আস্বাদ।
গুহার ভিতরে অপরূপ গুহা মূর্তি
যে চেনে তার আছে শ্রদ্ধা -বিশ্বাস -ভক্তি
যুগ যুগান্তের অজস্র কাহিনী
সে পথে খোদাই স্বর্গের এক সুখ-স্মৃতিকথা হ’য়ে ।
বুদ্ধগয়া ,
১৫/১০/২০২৪