ডানার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রাণ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Spread the love

ডানার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রাণ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবির

। সাধন মন্ডল বাঁকুড়া:——ডানার প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তায় সতর্কতা অবলম্বন করেছেন জেলা প্রশাসন সেই সতর্কতায় জঙ্গলমহলের রাইপুর ব্লকের কয়েকটি ত্রানশিবির খোলা হয়েছে যেখানে এলাকার অসহায় ও বিপজ্জনক অবস্থায় যাদের ঘরবাড়ি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে শিবিরে নিয়ে আসা হয়েছে। রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন আমাদের তিনটি শিবির খোলা হয়েছে একটি মটগোদা মাকলি প্রাথমিক বিদ্যালয়ে অন্য দুটি মৌলাসোল রাসবিহারী উচ্চ বিদ্যালয় ও শ্যামসুন্দরপুর কমিউনিটি হল। শিবির গুলিতে কয়েকশো মানুষ রয়েছেন তারা সেখানে রান্নাবান্না করে খাচ্ছেন দুদিনের অঝোর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গতকাল বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পড়েছিল আজ আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় এলাকার মানুষেরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আমাদের সাথে রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তথা রাইপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে সেখানে মট গোদা উপ সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক দেবযানী মিদ্যা শিবিরে থাকা মানুষজন সহ স্বাস্থ্য শিবিরে আশা মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। আজ এই শিবিরে অতিরিক্ত জেলা শাসক সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত হয়ে শিবির পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *