ধান্দলসা আদিবাসী পাড়ার সম্প্রীতির ভাইফোঁটা
সেখ রাজু,
ভাতারের ধান্দলসা আদিবাসী পাড়ার আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবী সুব্রত ঘোষের উদ্যোগে ভাই ও বোনদের মহামিলন উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের ভাতারের ধান্দলসায় । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষের উপস্থিতিতে ভাইফোঁটা ও রাখি বন্ধন উৎসবে এক সম্প্রীতির মিলন দেখল এলাকাবাসী । ছোট্ট ছোট্ট খুদেদের রাখি পরিয়ে দিলেন বোনেরা । ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পরলো কাটা । এই মন্ত্রে দাদা ভাইদের জন্য আশীর্বাদ চাইলেন দিদি ও বোনরা । সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা ভেবে সুব্রত ঘোষ তাঁর মস্তিষ্ক প্রসূত ভাবনায় এই কর্মসূচিতে সকলের স্ব-ইচ্ছায় অংশগ্রহণ অনবদ্য এক নিদর্শন । পাশাপাশি এলাকার পথো ভিক্ষুক সহ দুঃস্থ ও গরীব সম্প্রদায় মানুষ, যারা এই ধরনের মহাযজ্ঞ অনুষ্ঠানের কথা ভাবতে পারেনা, তাদেরকে বিশেষ ভাবে এই ভাইফোঁটা ও রাখি বন্ধন উৎসবে শামিল করা হয় ।
ভাতৃত্ব বোধের জাগরণ, ভাই ও বোনদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি, সকলের মধ্যে এক মিলনযোগ্য গড়ে উঠুক এই ভাবনা থেকেই আজকের এই আয়োজন বলে জানালেন সমাজসেবী সুব্রত ঘোষ ।