চলে গেলেন অরবিন্দ নন্দী
খায়রুল আনাম,
। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকার পরে, আশি বছর বয়সে স্ত্রী মেনকা নন্দীকে রেখে বৃহস্পতিবার ৭ নভেম্বর তিনি তাঁর বোলপুর-জামবুনির চারুপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কঙ্কালীতলা শ্মশানে। অরবিন্দ নন্দী ছিলেন ১৪০০ সাহিত্য পত্রিকার সম্পাদক। আমৃত্যু তিনি অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন আগেই নোবেলজয়ী অমর্ত্য সেন অরবিন্দ নন্দীকে দেখতে তাঁর চারুপল্লীর বাড়িতে গিয়েছিলেন। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন অরবিন্দ নন্দী জীবনের বিভিন্ন অধ্যায়ে বিচরণ করলেও, তিনি মনেপ্রাণে ছিলেন সাহিত্যঅনুরাগী এবং ১৪০০ সাহিত্য পত্রিকায় নিবেদিত প্রাণ। এক সময় তিনি এই পত্রিকার সম্পাদনার ভার অনুজদের হাতে তুলে দিয়ে এই পত্রিকার প্রকাশক হিসেবে পত্রিকা প্রকাশের সমস্ত ভার বহন করেছেন। তাঁর এই চলে যাওয়াতে জেলার সাহিত্য জগতেও একটা শূন্যতার সৃষ্টি হলো।