নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় কংগ্রেসের

Spread the love

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিন বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন আলু, পেঁয়াজ, টমাটো, পটল, আদা, রসুন, চাল, ডাল, তেল, পেট্রোল, রান্নার গ্যাস ইত্যাদির অস্বাভাবিক মূল্য দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে ।এজন্য রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেন। আরোও বলেন এই দুই সরকার সর্বক্ষেত্রে সর্বতভাবে ব্যর্থ। এসমস্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে মানুষকে কংগ্রেসের সঙ্গে আসতে আহ্বান জানানো হয়। একমাত্র কংগ্রেস – ই পারে মানুষকে সমস্ত রকম সুবিধা ও সুশাসন দিতে। এদিন বীরভূমের রামপুরহাট শহরের ভাঁড়শালা জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ভাঁড়শালা সবজি বাজারে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন হয়। মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ।
অনুরূপ সাঁইথিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যায়।সাঁইথিয়া 6ও 7 নম্বর ওয়ার্ডের মার্কেটের সামনে চলে বিক্ষোভ প্রদর্শন। উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম সেখ ও কার্যকরী সভাপতি অসীম ব্যানার্জি । ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে একই সময়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয় ।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *