জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
। সাধন মন্ডল বাঁকুড়া:——রবিবার বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে সংঘের হলঘরে অনুষ্ঠিত হলো দীপাবলি ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার স্বনামধন্য চিকিৎসক বিশিষ্ট সমাজসেবী ডাক্তার অমিতাভ চট্টরাজ, সম্মেলন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়ে ডাক্তার অমিতাভ চট্টরাজ বলেন বর্তমান দিনে পাশ্চাত্য সংস্কৃতি তে মজে রয়েছে যুবসমাজ মোবাইলে আসক্ত এই দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভারতীয় সংস্কৃতি যুব সমাজের মধ্যে তুলে ধরতে হবে যে কাজটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করে চলেছে আমাদের জাতীয় ক্রীড়া শক্তি সংঘ তাদের মধ্যে অন্যতম। আমরা ছোটবেলায় বিজয়ার দশমীর দিন বাড়ির গুরুজনদের প্রণাম করে প্রতিবেশী সহ গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করতাম তাদের আশীর্বাদ নিতাম এবং মিষ্টি খেতাম সেদিনের সেই দিনগুলি খুব আনন্দের ছিল এবং সুস্থ সংস্কৃতির ছিল। আজ সেই সব দৃশ্য অতীত এবং দুর্লভ। যদিও কিছু কিছু জায়গায় এই সংস্কৃতি এখনো বজায় রয়েছে । একটা সমাজের উন্নতি ঘটে তখনই যখন গুরু ভক্তি থাকে।সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দীপাবলি উৎসব ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শ্রী রবীন মন্ডল, সহ-সভাপতি শ্রী মথুর চন্দ্র মোই, কোষাধ্যক্ষ শ্রী দিলীপ দত্ত, সহ-সমপাদক শ্রী অশ্বিনী ধবল, শ্রী অসীম নন্দী,এবং সংঘের কার্যকরী সমিতির সদস্য শ্রী রাসবিহারী মুখার্জী, শ্রী অমরেশ গায়ন,শ্রী ভাস্কর দত্ত, শ্রী প্রণব দাস, শ্রী শিবনাথ চক্রবর্তী, শ্রী সন্দীপ চক্রবর্তী, শ্রী সব্যসাচী ঘোষ, শ্রী শান্তিময় নন্দী,শ্রীমতী মণীষা মহান্ত, শ্রীমতী অঞ্জলি সিনহা, শ্রীমতী মানসী মহান্ত সহ আরো অনেকে।সঙ্গীত, আবৃত্তি, কবিতা পাঠ, অতীতের স্মৃতিচারণ দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান।সদস্য ও সদস্যাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে ওঠে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক শ্রী সৌরভ বসু।