ফলতার প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস

Spread the love

ফলতার প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা

    দীর্ঘদিন ধরেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন অর্থাৎ ১৪ ই নভেম্বর দিনটি 'শিশুদিবস' হিসাবে পালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। সমগ্র রাজ্যের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদিবস দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, আবৃত্তি, অঙ্কন ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত দর্শকদের যথেষ্ট আনন্দ দেয়। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল শিশু শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে 'বেবি শো'। সমস্ত বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে স্মারক  পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের ৪১৭ জন শিক্ষার্থীর হাতে  ক্যাডবেরি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *