‘দ্রোণাচার্য’ পুরস্কার পেলেন বর্ধমানের প্রধান শিক্ষক

Spread the love

‘দ্রোণাচার্য’ পুরস্কার পেলেন বর্ধমানের প্রধান শিক্ষক

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান:-

  খেলার মাঠ, যুদ্ধ ক্ষেত্র, যেকোনো প্রতিষ্ঠান, অথবা রাজনৈতিক দল- যাইহোক না কেন সফল হতে হলে দরকার একজন দক্ষ লিডারের। তাদের দক্ষতা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেতে সাহায্য করে। দক্ষতার ফল স্বরূপ সংশ্লিষ্ট লিডার সম্মানিত হন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই কাজটাই করে চলেন প্রতিষ্ঠানের প্রধান।

  প্রধান শিক্ষক হিসাবে ধারাবাহিকভাবে অসামান্য অবদানের জন্য  শিক্ষাক্ষেত্রে 'দ্রোণাচার্য পুরস্কার-২০২৪' পেলেন বর্ধমান রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে গত ১৪ ই নভেম্বর সল্টলেকের সেক্টর-V টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে তিনি ছাড়া পূর্ব বর্ধমান জেলার আরও চারজন প্রধান শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। উপহার হিসাবে তাদের প্রত্যেককে একটি করে মেডেল, মেমেণ্টো ও শংসাপত্র দেওয়া হয়। মনে করা হচ্ছে খেলাধুলার মত শিক্ষাক্ষেত্রে এটি হলো সর্বোচ্চ পুরস্কার। 

  তখন সেখানে উপস্থিত ছিলেন সংস্থার অনেক  উচ্চপদস্থ আধিকারিক সহ বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ। 

  নিজের সহকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিনায়ক বাবু বললেন, এককভাবে আমার নাম ঘোষণা করা হলেও এই পুরস্কারের পেছনে প্রত্যেকের অবদান আছে। সবার সহযোগিতা আমার কাজটা  অনেক সহজ করে দিয়েছে। তিনি আরও বললেন, পুরস্কার পেতে সবার মত আমারও ভাল লেগেছে। এটি ভবিষ্যতে আরও ভাল কাজ করার জন্য প্রেরণা দেবে। পাশাপাশি আরও দায়িত্ববোধ বেড়ে গ্যালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *