নিগন অঞ্চলে তৃণমূলের উদ্যোগে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো নিগন গ্রামে বিধায়ক অপূর্ব চৌধুরী উপস্থিতিতে ।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দলের সংগঠনকে মজবুত করার জন্য কর্মী বৈঠকের আয়োজন করা হয়েছিল নিগন গ্রামে।
মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি অঞ্চলে কর্মী বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছিলেন মঙ্গলকট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী।
শুক্রবার নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিগন গ্রামে অনুষ্ঠিত হলো কর্মী বৈঠক। পাশাপাশি তৃণমূল সমর্থকদের উপস্থিতি লক্ষণীয় । এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎসের কর্মদক্ষ সৈয়দ বসির, ক্ষীরগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মুকুল শেখ।
বিধায়ক অপূর্ব চৌধুরী নির্দেশ দেন যে উন্নয়নের জন্য আন্দোলন করুন, লোকসভা ভোটে ৪৬ হাজার ভোটে লিড দিয়েছি। বিধানসভা ভোটে ৬০ হাজার ভোটে লিড দিতে হবে।
নিগন গ্রামের মানুষজন দের কাছ বিধায়ক অনুরোধ করেন আপনারা তৃণমূলকে ভোট দিন, কারণ আপনারা তো লক্ষী ভান্ডার পাচ্ছেন।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।