আবাস যোজনায় নতুন করে সার্ভের কাজ চলছে জঙ্গলমহল জুড়ে
। সাধন মন্ডল বাঁকুড়া:———সারা রাজ্যে আবাস যোজনায় নতুন করে সার্ভের কাজ চলছে জোর কদমে। পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকও ।ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সহ পদস্থ আধিকারিকরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সার্ভের লিস্টে থাকা নামগুলি যাচাই করে দেখছেন তাছাড়া তাদের পারিবারিক পরিস্থিতিও খতিয়ে দেখছেন। বেশ কিছু এলাকায় সরেজমিন খতিয়ে দেখতে নিজে হাজির হচ্ছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা। আজ সারেঙ্গা ব্লকের জঙ্গল অধ্যুষিত গ্রাম সারুলিয়ায় হাজির হয়েছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার সাথে ছিলেন অন্যান্য কর্মীবৃন্দ। তারা এক জায়গায় খাটিয়া পেতে বসে শিবিরের মাধ্যমে গ্রামের মানুষদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন পরে নথি জমা দেওয়া উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সরেজমিনে পারিবারিক অবস্থার পরিস্থিতি খতিয়ে দেখেন ও উপভোক্তাদের সাথে কথা বলেন। এ ব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার বলেন বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে সারা ব্লক জুড়ে কয়েকটি দলে ভাগ হয়ে উপভোক্তাদের পারিবারিক মান যাচাই করা হচ্ছে। প্রকৃত উপভোগ তারা যাতে সরকারি আবাস যোজনায় বাড়ি পায় তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। যাতে প্রকৃত উপভোক্তাদের মধ্যে কেউ বঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।