ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে সদাইপুর থানার পুলিশ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়কের পাশে সদাইপুর থানা এলাকার মুড়ামাঠ গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় চারজন অপরিচিত যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে বলে গোপন সূত্রে খবর পান সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া। তড়িঘড়ি ভ্রাম্যমাণ পুলিশ ভ্যান সহ অন্যান্য পুলিশকর্মীদের সেখানে পাঠানো হয় এবং অপরিচিত যুবকদের গতিবিধির ওপর নজর দিতে বলেন। এর পরেই চার দুষ্কৃতীকে বমাল সহ আটক করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ জানতে পারে যে ডাকাতির উদ্দেশেই মূলতঃ চারজন দুষ্কৃতী একত্রিত হয়ে ছিল সদাইপুর থানার অর্ন্তগত মুড়ামাঠ সংলগ্ন জঙ্গলে । সেখান থেকেই তাদের আটক করা হয়। ধৃতদের পরিচয়ে পুলিশ জানতে পারে যে ধৃত চারজন যুবক কাঁকড়তলা থানার হরিএকতলা গ্রামের বাসিন্দা। ধৃতদের মধ্যে রয়েছে শেখ সামিউল,শেখ সাহাবুদ্দিন, শেখ মুর্শিদ আলম ও শেখ ইসরাইল। সকলকে গ্রেফতার করে সদাইপুর থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের শুক্রবার সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়।