প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
। সাধন মন্ডল, বাঁকুড়া:——রাইপুর চক্রের রাইপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শ্যামলী সিনহা বিশ্বাস এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ ৩০ শে নভেম্বর শনিবার। আজ বিদ্যালয় প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক নিত্যানন্দ গুইন, বিজয়কৃষ্ণ মন্ডল, এলাকার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডাক্তার শ্যামল কুমার দে, বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ফুটবলার তারাপদ দে, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা ,গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফটিকচন্দ্র খাঁ, যামিনী মোহন দুলে, দুধ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সমাজসেবী গৌতম বিশ্বাস, গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী বিশিষ্ট কবি বুদ্ধদেব মিশ্র, আইনজীবী সমীর অধিকারী প্রমুখ। স্মৃতিচারণা করে ডাক্তার শ্যামল কুমার দে বলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী সিনহা একজন একনিষ্ঠ শিক্ষিকা ছিলেন শিক্ষাদানের পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের যোগ অভ্যাস ও সামাজিক চেতনার বিকাশ ঘটাতেন ছাত্র-ছাত্রীদের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন আগামীকাল থেকে উনি হয়তো আর বিদ্যালয়ে আসবেন না তবু তার স্নেহের ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা অটুট থাকবে। সহকারী বিদ্যালয়ের পরিদর্শক নিত্যানন্দ বলেন সরকারি নিয়মে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করার একটা নির্দিষ্ট বয়স হয়েছে সেই নিয়মেই শ্যামলী দেবী অবসর নিলেন কিন্তু শিক্ষকের কোন অবসর হয় না তিনি সমাজ জীবনে শিক্ষক বা শিক্ষিকা হিসেবেই থেকে যান। প্রধান শিক্ষিকা শ্যামলী দেবীর দীর্ঘ কর্মজীবনের কর্মকাণ্ডের কথা তিনি উল্লেখ করেন। আবে প্লুত হয়ে বিদায়ী প্রধান শিক্ষিকা শ্যামলী দেবী বলেন আমি হয়তো আগামীকাল থেকে আর এই বিদ্যালয়ে আসবো না তবু স্নেহের ছাত্র-ছাত্রীদের প্রতি একটা আলাদা টান থাকবেই তাই মাঝে মাঝে চলে আসব যোগ অভ্যাস করাতে। বর্তমান অন্যান্য শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন তারা যেন সময় মতো বিদ্যালয় আসেন এবং শিক্ষাদান করেন এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমচুড়্যা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপ্রতিম মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন রজক ,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বাপ্পাদিত্য মন্ডল রায়পুর ও রায়পুর দক্ষিণ চক্রের ব্লক সভাপতি শিব শংকর মন্ডল। ষষ্ঠী চরণ হালদার, কবি প্রবীর দাস, রায়পুর বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু মুখার্জি সহ অভিভাবক অভিভাবিকা বৃন্দ, বিশিষ্ট মানুষজন ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন চাতরি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল।