আলু রপ্তানির চেষ্টা, ভেস্তে দিল পুলিশ

Spread the love

আলু রপ্তানির চেষ্টা, ভেস্তে দিল পুলিশ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

  রাজ্যের হিমঘরগুলিতে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও এইরাজ্যে আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। উর্দ্ধমুখী আলুর দাম নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রতিবেশী রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার জন্য পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশের পর প্রতিবেশী রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে একের পর এক আলু বোঝাই ট্রাক আটক করে সেগুলি পুনরায় রাজ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর ব্যবসায়ীরা অন্যপথ বেছে নেয়।

     সম্প্রতি নাকা চেকিংয়ের সময় বাংলা থেকে ঝাড়খণ্ডে যাবার পথে রুনাকুড়া ঘাটের কাছে একটি ১২ চাকার ট্রাক আটক করে বারাবনি থানার পুলিশ। ট্রাক চালকের কাছ বৈধ কাগজ পত্র দেখতে চাওয়া হলে দ্যাখা যায় পলিথিনের চালান দেখিয়ে ট্রাকে করে আলু নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গে ট্রাকটিকে আটক করার পাশাপাশি পুলিশ চালক ও খালাসিকে গ্রেপ্তার করে। পুলিশের তৎপরতায় জন্য আলু কারবারিদের এইভাবে বেআইনি পাচার ভেস্তে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *