শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন পেলেন অয়ন শীল
মোল্লা জসিমউদ্দিন,
সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিনে রয়েছে একাধিক শর্ত। অয়ন শীলের জামিনের সঙ্গে বিচারপতি জানিয়ে দেন যে, -‘ নিম্ন আদালতে ট্রায়ালের সময় তাঁকে হাজির থাকতে হবে এবং তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে’।নিয়োগ দুর্নীতির ইডির মামলায় শর্তে জামিন অয়ন শীলের। মানিক, কুন্তল, শান্তনু’র পথে জামিন পেলেন অয়ন। তবে জেলমুক্ত হচ্ছে না অয়নের। সিবিআই মামলায় জেলে থাকবে সে। গত বছর ২০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে ইডি। এবার শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন হাইকোর্ট তাঁকে জানায় যে, -:জামিনে মুক্তি পেয়ে এই মামলার কোনওরূপ প্রমাণ লোপাট করতে পারবেন না। এছাড়াও অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি এলাকা ছাড়তে পারবেন না’।তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, কয়েকদিন আগেই তাঁকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, অয়ন শীল ৮ এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। উল্লেখ্য, , গত বছরের ২০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার বলে পরিচিত ছিলেন। গ্রেফতারির আগে তাঁর চুঁচুঁড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি’র গোয়েন্দারা। সেখান থেকে চাকরিপ্রার্থীদের তালিকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলে জানান ইডি’র আধিকারিকরা। এছাড়াও, পুর নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম ছিল। এমনকি, সিবিআইয়ের চার্জশিটেও অয়ন শীলের নাম রয়েছে ।সোমবার ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় অয়ন শীলের। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর দিতে হবে ইডি আইও-কে। ইডি কোর্ট এলাকার বাইরে যেতে পারবেন না। নিয়মিত বিচারপর্বে আদালতে হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। নথি বিকৃত করা যাবে না।