আইসিডিএস সেণ্টার পরিদর্শনে গেলেন পুলিশ আধিকারিক
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-
৬ বছরের কম বয়সী শিশুদের পাশাপাশি তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি প্রদান করার উদ্দেশ্যে গড়ে ওঠে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এরফলে শিশুদের অপুষ্টি যথেষ্ট কমেছে।
সেইসব কেন্দ্রগুলি সরকারি নিয়ম মেনে শিশু ও তাদের মায়েদের ঠিকমত পরিষেবা দিচ্ছে কিনা সেটি সরেজমিনে দ্যাখার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে আউশগ্রাম থানার অন্তর্গত ছোড়া পুলিশ ফাঁড়ির ওসি ত্রিদিব রাজ ১৩ ই ডিসেম্বর রামনগর, ভেদিয়া, অমরপুর প্রভৃতি অঞ্চলের একাধিক আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্রগুলিতে খাবারের মান কেমন, পানীয় জলের ব্যবস্থা কেমন, ছেলেমেয়েদের সংখ্যা কত, প্রতিদিন কি কি রান্না হচ্ছে - সংশ্লিষ্ট সেণ্টারের কর্মীদের কাছে ইত্যাদি বিষয়ে জানতে চান। কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। পাশাপাশি রান্না করা খাবার ঢাকা দিয়ে রাখার পরামর্শ দেন। খাবারের মধ্যে টিকটিকি, মাকড়সা, আরশোলা ইত্যাদি ক্ষতিকর প্রাণী যাতে না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে বলেন।
সেণ্টারগুলিতে পুলিশের তদারকিতে খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের মতে আশা করা যায় এরফলে খাবারের মান যেমন উন্নত হবে তেমনি কর্মীরাও বেশ কিছুক্ষেত্রে সতর্ক থাকবেন।
জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই এলাকার কোনো না কোনো আইসিডিএস সেণ্টারে গিয়ে সেগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।
গোপালপুর-উল্লাসপুর আইসিডিএস সেণ্টারের দিদিমণি পিঙ্কি দাস মণ্ডল বলেন, আমাদের থানার বড়বাবু সেণ্টার পরিদর্শনে এসেছিলেন। কী কী রান্না হচ্ছে দেখে গেলেন। পাশাপাশি খাবার ঢাকা দিয়ে রাখতে, রান্নার সময় সতর্কতা অবলম্বন করতে প্রতিদিনই খাদ্য তালিকায় বদল আনার পরামর্শ দেন।
ওয়াকিবহাল মহল সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন আইসিডিএস সেণ্টার সম্পর্কে অভিযোগ আসছিল। তাই সরকারের নির্দেশে জেলা পুলিশ এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি রাজ্য পুলিশের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশিকা এসেছে। সেখানে আইসিডিএস, এসএসকে, এমএসকে মত যেসব প্রতিষ্ঠানে মিড-ডে চালু আছে সেগুলি নিয়মিত পরিদর্শনের কথা বলা হয়েছে।