সম্প্রীতির ফুটবল ও লালন মেলার সমাপ্তি

Spread the love

সম্প্রীতির ফুটবল ও লালন মেলার সমাপ্তি

সেখ রাজু,

 পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের গেঁড়াই ফুটবল ময়দানে আউশগ্রাম ২ নং ব্লক তৃণমূল  সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে আয়োজিত মরহুম হালিম হালিমা স্মৃতির উদ্দেশ্যে ১৬  টি দলের নকআউট চ্যালেঞ্জ ফুটবল কাপ প্রতিযোগিতা ও লালন মেলার সমাপ্তি ঘটলো । চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদ একাদশ ও রেমন এন্টারপ্রাইজ একাদশ । এই খেলার উদ্বোধন করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ । উপস্থিত ছিলেন বোলপুর সাংসদ অসিত মাল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা যুবনেতা আফজল রহমান (সঞ্জু) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । গত রবিবার বিকেলে  মহিলা ঢাকি, মহিলা ব্যান্ড, খেলার অন্তিম পর্যায়ে আতশবাজি প্রদর্শন সমগ্র  গেঁড়াই ফুটবল ময়দানে এক নতুন মেলবন্ধনের পরিবেশ তৈরি হয় । খেলার শুরুতেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপস্থিত সকলেই সমগ্র রাজ্যে শান্তির বৃষ্টি বর্ষণ হোক এই কামনা করেন । প্রথমার্ধে খেলার অমীমাংসিত থাকলেও দ্বিতীয় অর্ধে রেমন এন্টারপ্রাইজ একাদশ একটি গোল দিয়ে এগিয়ে যায় । এরপর আর খেলার সমতা ফেরেনি । ১-০ গোলে জয়লাভ করে রেমন এন্টারপ্রাইজ একাদশ । চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ ৫৫ হাজার টাকার চেক ও সুদর্শন ট্রফি এবং রানার্স দলের হাতে এক লক্ষ ১১ হাজার টাকার চেক ও সুদর্শন ট্রফি তুলে দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *