গাঁজা সহ বিপুল টাকা উদ্ধার মেমারিতে
সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বরঃ আজ পূর্ব বর্ধমান এসওজি সেল এবং মেমারি থানার যৌথ বাহিনী সোর্স ইনফরমেশন এর ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৪৭ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে প্রায় নগদ ৪১ লাখ টাকা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়ায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বেআইনি কাজে যুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার ওপর একটি মামলা শুরু করা হয়েছে। আগামীকাল অভিযুক্তকে কোর্টের সামনে হাজির করানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।