বাল্যবিবাহ, পকসো অ্যাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে সচেতনতা শিবির
সেখ সামসুদ্দিন, ২০ ডিসেম্বরঃ আজ জওহর নবোদয় বিদ্যালয়ে বাল্যবিবাহ বন্ধ করা, পকসো অ্যাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে সচেতনতা শিবির করা হয়। পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস এর সেক্রেটারি জজ শ্রীমতি আমব্রপালি, স্কুল এর প্রিন্সিপাল এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েল ফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে এদিনের শিবির আয়োজিত হয়। স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রামটি করা হয়। এই অনুষ্ঠানে সেক্রেটারি ও জজ ম্যাডাম পকসো অ্যাক্ট ও বাল্য বিবাহ নিয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য তুলে ধরেন। তাছাড়া সম্পাদক স্বপ্না বরাট থ্যালাসেমিয়া সচেতনতা করেন।ওনাদের দপ্তর কীভাবে মানুষের পাশে থাকেন সেই বিষয়েও অবহিত করেন। আসানসোল হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রীনিং টেস্ট করা হয়। স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে সহশিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যায়, তার সাথে পাঁচটি চারাগাছ লাগানো হয়। বিচারপতি ম্যাডাম, প্রিন্সিপাল, সম্পাদক স্বপ্না বরাট ও ছাত্রীদের নিয়ে বিশেষ একটি কৃষ্ণচুড়া গাছকে থ্যালাসেমিয়া নামকরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি স্বপ্না বরাট ও প্রিন্সিপাল স্যার দ্বারা পরিচালিত হয়। এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজকে সচেতন, বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের পথ দেখানো ও মানুষের পাশে থাকা বলে জানান।