মঙ্গলকোটে পানীয়জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনে বিধায়ক
সেখ রাজু , মঙ্গলকোট,
জল জীবন মিশন, ২০২৪ সালের মধ্যে গ্রামীণ ভারতের সমস্ত পরিবারে পৃথক পরিবারের কল সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । সেই উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের প্রতিটি গ্রামের সাধারণ মানুষ পানীয় সংকটে যাতে না ভোগে তাই অভূতপূর্ব উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য তৎপর মঙ্গলকোট বিধানসভার বিধায়ক থেকে ব্লক প্রশাসনের কর্মকর্তারা । শুক্রবার বিধায়ক অপূর্ব চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সীতাহাটি জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন । জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে সমগ্র মঙ্গলকোট ব্লকে ২৭ টি জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে জোর কদমে । বর্তমানে খেড়ুয়া, নপাড়া কুন্দা এবং সীতাহাটি চারটি প্রকল্পের পরীক্ষামূলকভাবে জল সরবরাহ শুরু হয়েছে । সীতাহাটি জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে মঙ্গলকোট এবং লাখুরিয়া অঞ্চলের সিতাহাটি, আটঘরা, কুড়গ্রাম, মনোহরপুর, মল্লিকপুর সহ অন্যান্য গ্রামের বাসিন্দারা জলের সুবিধা পাবেন ।
এদিন জল প্রকল্পের উদ্বোধনে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, -‘কোন এলাকায় উন্নয়ন আটকানো যাবে না এবং উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নির্দেশ মত এলাকার যাতে সমূহ উন্নয়ন ঘটে, সেই লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি । জল মানুষের জীবন । প্রতিটি বাড়ি যাতে জল পায় সেই উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করার জন্য আমরা তৎপর” ।