১৬ তম বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধনে প্রাক্তন বিধায়ক
সেখ সামসুদ্দিন, ২১ ডিসেম্বরঃ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দুই দিনব্যাপী ১৬ তম বার্ষিক অনুষ্ঠানের আজ প্রথম দিনে উদ্বোধন করেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, প্রিন্সিপাল অরুণকান্তি নন্দী, স্কুলের চেয়ারম্যান ডঃ সৌভিক রায়চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তাপস চট্টোপাধ্যায়, সম্বক ব্যানার্জী, জয়ন্ত সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ এবং পরে এসে উপস্থিত হন মেমারি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রীতম বিশ্বাস। পরে আসবেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বলে জানান স্কুলের প্রিন্সিপাল। এবারের অনুষ্ঠানের থিম ‘উড়ান’। উড়ান থিমের অর্থ আকাশে ওড়া নয়, সফলতার লক্ষ্যে বাস্তব স্বপ্নের উড়ান বার্তা দিতেই থিম বলে জানান অধ্যক্ষ। আজ প্রথম দিনে নার্সারি থেকে ক্লাস ওয়ান প্রথম অর্ধে এবং দ্বিতীয় অর্ধে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আবৃত্তি নৃত্য সহ নানান অনুষ্ঠান চলে। আগামীকাল দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম অর্ধে এবং অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় অর্ধে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানা যায়।