NRDO’s Fashion Fest 2024

Spread the love

NRDO’s Fashion Fest 2024

কলকাতা (২২ ডিসেম্বর ‘২৪):- শীতের পরশ মাখা হিমেল সন্ধ্যায় আজ কোলকাতাবাসীকে ‘ফ্যাশন ফেস্ট ২০২৪’ নামাঙ্কিত এক অনুষ্ঠান উপহার দিল ‘ন্যাশনাল রিসার্চ অ্যাণ্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ এবং ‘বং হাব’।

‘ন্যাশনাল রিসার্চ অ্যাণ্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সোমনাথ ঘোষ জানিয়েছেন, “সমাজের পিছিয়ে পড়া সমাজের নারীদের ফ্যাব্রিক সহ অন্যান্য প্রশিক্ষণ, কাঁচামাল দেওয়ার পর উৎপাদিত পণ্যের বাজার ধরার জন্য বিভিন্ন সময়ে ফ্যাশন শো-এর আয়োজন করে ‘এন আর ডি ও’।”

‘ফ্যাশন ফেস্ট ২০২৪’-এ অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা কোলকাতার বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যাণ্ড ফিসারিজ’-এর যুগ্ম নিবন্ধক ডঃ সৌরভ চন্দ্র, ‘ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন’-এর মহাসচিব তথা ‘সিনে সেন্ট্রাল কলকাতা’-র কার্যনির্বাহী সদস্য এবং ‘বেহালা ড্যান্স আকাডেমি’-র নির্দেশক শোভন চক্রবর্তী, মডেল লিটসি দাস, অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ বিভাগের সেবা নিবৃত্ত যুগ্ম নির্দেশক ডি মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।ফ্যাশন শো এ যেসব মডেলরা আজকের সন্ধ্যা আলোকিত করেছেন তারা হলেন সায়ন ভৌমিক(গ্ৰুমার),প্রেমিতা সাহা(গ্ৰুমার),বিভাশা মৌলিক,দিব্যাশ্রী সরকার, শ্রীতমা সাহু,সুরভী দাস,অরুনিতা রায়,সরণি মান্না,শ্রী সরকার,রীতিশা কুন্ডু,শুভ্রা সেনগুপ্ত,রূপা ঘোষ,ভিশাল খান্না(কো গ্ৰুমার),সংগ্রাম দাস,অর্ণব ঘোষ,বিশ্বজিৎ মুদি,শুভজিৎ মন্ডল,নীতিশ শাও,বিজয় পাল,উৎপল পাল,অভিজিৎ সাহা,তমাল শাসমল,দেবদূত রায়।
আজকের অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুদীপ্ত ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *