মঙ্গলকোটে বসে আঁকা প্রতিযোগিতা ও ক্রীড়াবিদদের সংবর্ধনা 

Spread the love

মঙ্গলকোটে বসে আঁকা প্রতিযোগিতা ও ক্রীড়াবিদদের সংবর্ধনা 

পারিজাত মোল্লা, 

মঙ্গলকোট এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির  এর উদ্যোগে ১ লা জানুয়ারি  সকাল দশটায় মঙ্গলকোট বটতলায় বসে আঁকো প্রতিযোগিতা ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন হয়। শতাধিক ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে ।  মঙ্গলকোট হাইমাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) সহ বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াএয়া ছিল। সকাল সাড়ে দশটায় শুরু হয় অংকন প্রতিযোগিতা ও তারপর খেলোয়াড় সহ সকলকে সংবর্ধনা দেপয়া হয়। এলাকার বেশ কিছু ছাত্র-ছাত্রী যারা বর্ধমান জেলায় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সফল হয়। বর্তমানে ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি থেকে বের করার উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন আয়োজক সম্রাট মুন্সি । পড়াশোনার পাশাপাশি মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। ২০০০ সাল থেকে সারা বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা  হয়ে থাকে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট government Degree  College এর বিশিষ্ট গবেষক অধ্যাপক খোকন শেখ মহাশয়, বাঁকুড়া খাতড়া আদিবাসী  কলেজের অধ্যাপক, সাইফুল আনসারী,নতুনহাট এস ডি এম গার্লস হাইস্কুলের  বিশ্বজিৎ গুই সহ এলাকার বিশিষ্ট ক্রীড়া প্রেমী মানুষ, পাশাপাশি গ্রামের অভিভাবক, অভিভাবিকা গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *