বিজ্ঞান প্রদর্শনীতে বন্যপ্রাণী সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করলেন দত্তপুকুরের কলেজ ছাত্রী

Spread the love

বিজ্ঞান প্রদর্শনীতে বন্যপ্রাণী সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করলেন দত্তপুকুরের কলেজ ছাত্রী

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগণা-:

  কুসংস্কার সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য বিখ্যাত বিজ্ঞানীর নামাঙ্কিত 'মেঘনাদ সাহা বিজ্ঞান মঞ্চ' দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সম্প্রতি সংস্থাটি  উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর নিবাধুই হাইস্কুলে ৫ দিন ব্যাপি একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাপ ও বন্যপ্রাণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রী অদিতি গায়েন। 

    তিনি প্রদর্শনীতে পরিবেশের স্বার্থে সাপ কেন বাঁচিয়ে রাখতে হবে, কোন কোন সাপ বিষধর, কোনগুলি নির্বিষ, সাপ নিয়ে সমাজে প্রচলিত ও সাধারণ মানুষের মজ্জায় গেঁথে যাওয়া কুসংস্কারগুলি দূর করার জন্য চেষ্টা করেন। ভাম বেড়াল, বাঘ ডাস, মেছো বিড়াল, শিয়াল, কচ্ছপ, গোসাপ মানুষের কী কী উপকার করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কেন এদের প্রয়োজন সেটাও তিনি উপস্থিত দর্শকদের বোঝানোর চেষ্টা করেন। সমস্ত বিষয়টি তিনি প্রোজেক্টারের মাধ্যমে তুলে ধরেন। তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পিণ্টু হালদার ও অরিত্র গায়েন।

  প্রসঙ্গত, বন্যপ্রাণী প্রেমী অদিতি একজন 'স্নেক ক্যাচার'। স্কুল জীবন থেকেই তিনি বহু বিষধর ও নির্বিষ সাপ সহ একাধিক বন্যপ্রাণী উদ্ধার করে সেগুলি নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিয়েছেন। 

  অদিতির এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে মেদিনীপুরের বন্যপ্রাণী প্রেমী তথা 'স্নেক ক্যাচার' অসীম শী বলেন, মানুষের অজ্ঞতার জন্য বহু অবলা প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে। আজ যদি আমরা সচেতন হই তবেই আমাদের সাধের পৃথিবী রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *