দেওচা – পাঁচামি কয়লা খাদান নিয়ে বীরভূমে মুখ্যসচিব – ডিজি – মুখ্যমন্ত্রীর উপদেষ্টা

Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : নববর্ষের শুরুতেই ২ জানুয়ারী রাজ্য প্রশাসনের ভরকেন্দ্র নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে রীতিমতো ধমকের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি জেলাশাসকের কাজে এক্কেবারেই সন্তষ্ট নন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেউচা-পাঁচামি কয়লাখনির কাজের ঢিলেমি নিয়ে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করেন। সেইসাথে জেলার নদ-নদী থেকে দেদার বালি উত্তোলন করে পাচার নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে, এসব কাজ বন্ধ করার জন্য তিনি জেলাশাসককে এক সপ্তাহ সময় বেঁধে দেন। আরপরই শুক্রবার ৩ জানুয়ারী বোলপুর রেল স্টেশনে কুলিক এক্সপ্রেস থেকে নামেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থ জানান, তাঁরা দেউচা-পাঁচামি খনি এলাকার মহম্মদবাজার ব্লক অফিসে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কয়লাখনি নিয়ে সরাসরি কথা বলবেন এবং পরিস্থিতি জেনে নেবেন। এর বাইরে তিনি আর কোনও কথা বলতে রাজি হলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *