খায়রুল আনাম,
বীরভূম : ইলামবাজারের ঘুড়িষা এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কে খাদিমপুকুর মোড়ে একটি মোটরবাইকের সঙ্গে দশ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে আগুনের ফুলকি তৈরী হয়। আর সেই আগুনে ট্রাকটির তেলট্রাঙ্ক জ্বলে যাওয়ার ফলে, ট্রাকটিও দাউ দাউ করে জ্বলতে থাকে। বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। পরে ইলামবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে নিয়ে এসে ভর্তি করা হয় ইলামবাজার হাসপাতালে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।