মুখ্যমন্ত্রী প্রেরিত নতুন বছরের শুভেচ্ছা পত্রটি লোকপুর থানা পুলিশের পক্ষ থেকে এলাকার বিশিষ্টজনদের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন

Spread the love

মুখ্যমন্ত্রী প্রেরিত নতুন বছরের শুভেচ্ছা পত্রটি লোকপুর থানা পুলিশের পক্ষ থেকে এলাকার বিশিষ্টজনদের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরিত নতুন বছর ২০২৫ এর শুভেচ্ছা পত্র লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে থানা এলাকার বিশিষ্টজনদের বাড়ি বাড়ি গিয়ে সেই শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবির গ্রিটিংস কার্ডে লেখা 2025 এর শুভেচ্ছা পত্র।লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ স্বয়ং নিজেই বেশ কিছু গ্রামে গিয়ে বিশিষ্টজনদের সঙ্গে দেখা করে সরাসরি তাদের হাতে শুভেচ্ছা বার্তাটি তুলে দেন। পাশাপাশি লোকপুর থানার এসআই শরৎ ঘোষ, প্রবীর কুমার মন্ডল এবং এএসআই নয়ন ঘোষ, অরূপ কুমার দাস, ইন্দ্রজিৎ রায়, আনোয়ার ফারুক খান সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ও বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সেই শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দেন। উল্লেখ্য গত ১ লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন থেকেই শুভেচ্ছা বার্তাটি পৌঁছাতে শুরু করেন। নতুন বছর সবার ভালোতে কাটুক মূলতঃ এই বার্তা দেওয়া হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে বলে জানা যায়। পুলিশের এরূপ কর্মসূচি জনসংযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে বিশিষ্টজনদের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *