মুক্তি
দিলীপ কুমার বিশ্বাস
বিহঙ্গ তোরে মুক্তি দিলাম,
খাঁচার দরজা খুলে!
দূর দিগন্তে ডানা মেলিস,
মনের বেদন ভুলে।
নীরব হয়ে কাটিয়ে গেলি,
হারিয়ে মুখের ভাষা!
থাকিস সুখে নতুন দেশে,
মিটিয়ে সকল আশা।
পরাণ খুলে ডাকিস বসে,
সকাল দুপুর সাঁঝে!
শুনতে পেলে আসবে ছুটে,
সহস্র কাজের মাঝে।
খিদে লাগলে বলিস ডেকে,
লাজুক স্বভাব ছেড়ে!
কাছে আসলে দেখিয়ে দিস,
আদুরে দুঠোট নেড়ে।
দেহের ক্লান্তি কাটিয়ে নিতে,
ঘুমিয়ে পড়িস রাতে!
দুচোখ খুলে চেয়ে দেখিস,
রঙিন আলোর প্রাতে।
সল্টলেক, কলকাতা।