টিবি দূরীকরণে প্রচার কর্মসূচির উদ্দেশ্যে ট্যাবলো উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ৮ জানুয়ারিঃ টিবি মুক্ত দেশ গড়ার জন্য পূর্ব বর্ধমান জেলায় টিবি দূরীকরণ ১০০ দিনের প্রচার কর্মসূচির উদ্দেশ্যে ট্যাবলো উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের সিএমএইচ ডাঃ জয়রাম হেমব্রম। ৯ ই ডিসেম্বর ২০২৪ থেকে এই প্রোগ্রামটি ২৪ মার্চ ২০২৫ অবধি চলবে। আজ ৮ জানুয়ারি ডেপুটি সিএমওএইচ ডাঃ সুবর্ণ গোস্বামী, জেলা টিবি কন্ট্রোল মেডিকেল অফিসার কল্লোল কর্মকার একটি ট্যাবলো উদ্বোধন করেন। এই ট্যাবলোটি পুরো জেলা ঘুরে টিবি সম্পর্কে মানুষকে সচেতন করবে বলে জানা যায়।