টিবি দূরীকরণে প্রচার কর্মসূচির উদ্দেশ্যে ট্যাবলো উদ্বোধন

Spread the love

টিবি দূরীকরণে প্রচার কর্মসূচির উদ্দেশ্যে ট্যাবলো উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ৮ জানুয়ারিঃ টিবি মুক্ত দেশ গড়ার জন্য পূর্ব বর্ধমান জেলায় টিবি দূরীকরণ ১০০ দিনের প্রচার কর্মসূচির উদ্দেশ্যে ট্যাবলো উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের সিএমএইচ ডাঃ জয়রাম হেমব্রম। ৯ ই ডিসেম্বর ২০২৪ থেকে এই প্রোগ্রামটি ২৪ মার্চ ২০২৫ অবধি চলবে। আজ ৮ জানুয়ারি ডেপুটি সিএমওএইচ ডাঃ সুবর্ণ গোস্বামী, জেলা টিবি কন্ট্রোল মেডিকেল অফিসার কল্লোল কর্মকার একটি ট্যাবলো উদ্বোধন করেন। এই ট্যাবলোটি পুরো জেলা ঘুরে টিবি সম্পর্কে মানুষকে সচেতন করবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *