কুড়িয়ে পাওয়া মোবাইল ফেরত প্রাপকের হাতে লোকপুর পুলিশের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
লোকপুর থানার ভ্রাম্যমাণ পুলিশ ভ্যান বৃহস্পতিবার সকাল দিকে নাকড়াকোন্দা পঞ্চায়েতের গঙ্গারামচক,ভাদুলিয়া সহ উক্ত গ্রাম এলাকায় টহল দেওয়ার সময় রাস্তার ধারে একটা মোবাইল পড়ে থাকতে দেখেন। গাড়ি থেকে নামেন এএসআই অরূপ কুমার দাস, কনস্টেবল হিরোম্বা প্রামাণিক এবং হোমগার্ড সত্যজিৎ বাসক।
মোবাইল হাতে তুলে দেখেন চালু অবস্থায় রয়েছে ফোনটি। হয়তো সাইকেল বা মোটরসাইকেলে যাবার পথে অসাবধানতাবশত সেটা ফেলে গেছে। সেটা কুড়িয়ে লোকপুর থানায় নিয়ে আসা হয় এবং প্রকৃত মালিকের সন্ধান করতে গিয়ে জানতে পারেন স্থানীয় থানার জাহিদপুর গ্রামের মনোজ বাগ্দী নামে এক যুবকের মোবাইল ফোন হারিয়েছে। এদিন সন্ধ্যায় যুবককে থানায় ডেকে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে স্বভাবতই খুশি এবং সাথে সাথেই লোকপুর থানার পুলিশদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।