স্বামীজীর জন্মদিনে পত্রিকা প্রকাশ জঙ্গলমহলের রাইপুরে।

Spread the love

স্বামীজীর জন্মদিনে পত্রিকা প্রকাশ জঙ্গলমহলের রাইপুরে।

সাধন মন্ডল বাঁকুড়া:—– বিশ্বপ্রেমিক স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস এই দিনটি যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। পিছিয়ে নেই জঙ্গলমহলের রাইপুর এলাকাও । রাইপুর ব্লকের একমাত্র সাহিত্য পত্রিকা “যোগাযোগ” পরিবারের উদ্যোগে আজ সকালে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সামনে বিবেকানন্দ পার্কে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন যোগাযোগ পত্রিকার সম্পাদক গৌতম বিশ্বাস সহ যোগাযোগ পত্রিকার পরিবারের অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর ও তার জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। বিকেলে রাইপুর গ্রামীণ গ্রন্থাগারের হলঘরে এক ভাব গম্ভীর পরিবেশে রাইপুর ব্লকের একমাত্র সাহিত্য পত্রিকা “যোগাযোগ”এর অষ্টম সংখ্যা প্রকাশিত হল। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক তথা সম্প্রতি সাহিত্যে ডক্টরেট সম্মানে সম্মানিত ডক্টর অমলেন্দু মন্ডল । অনুষ্ঠানে প্রধান অতিথি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বন্দনা জানা। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা ,পত্রিকার সভাপতি তথা রাইপুর ব্লক মহাবিদ্যালয় এর অধ্যাপক আনন্দময় ভট্টাচার্য, সম্পাদক গৌতম বিশ্বাস, অবসরপ্রাপ্ত সহকারি বিদ্যালয় পরিদর্শক নিত্যানন্দ গুইন, বিজয় কুমার মন্ডল। বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক ধরমদাস মন্ডি বিশিষ্ট শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র , রঞ্জিত মিশ্র, বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক অজিত কুমার মন্ডল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মাহাত সহ এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক সাহিত্য অনুরাগী মানুষজন। বিবেকানন্দের জীবনী ও প্রাসঙ্গিকতা এবং যোগাযোগ পত্রিকা নিয়ে উপস্থিত বিশিষ্টদের কাছে বিশদ বক্তব্য রাখেন। পত্রিকা সভাপতি অধ্যাপক আনন্দময় ভট্টাচার্য। প্রধান অতিথি ডক্টর অমলেন্দু মন্ডল বলেন এই রকম একটা বিশেষ দিনে পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অত্যন্ত প্রাসঙ্গিক তিনি তার বক্তব্যে বিবেকানন্দের কর্মকাণ্ড গুলি তুলে ধরেন। এছাড়া আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী স্বপন দুলে তবলায় সহযোগিতা করেন রবি চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক পতিত পাবন নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *