বারবার কেন বীরভূমের এসপি বদল?

Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : আবারও বদল হলো জেলা পুলিশ সুপার। এবার পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপকে আনা হলো বীরভূম জেলা পুলিশ সুপার করে। গত বছরের মে মাসে বীরভূম জেলা পুলিশ সুপার হিসেবে রাজনারায়ণ মুখোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন। এবার তাঁকে রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের এসপি করে পাঠানো হলো। রাজনারায়ণ মুখোপাধ্যায়ের আগের জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জেলায় ছিলেন মাত্র তিন মাস। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলায় সাত-সাতজন জেলা পুলিশ সুপার বদলি হয়েছেন। লোবার কয়লাখনি আন্দোলনের জেরে সরানো হয়েছিলো তৎকালীন জেলা পুলিশ সুপার হৃষিকেশ মীনাকে। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিলো জেলা পুলিশ সুপার মিরাদ খালিদকে। জেলা পুলিশ সুপার করে আনা হয় নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। তারই সময়ে রামপুরহাটের বগটুই গ্রামে একটি ঘরের মধ্যে ভরে দশজনকে জীবন্ত পুড়িয়ে মারার মতো হাড়হিম করা ঘটনা ঘটলেও, তখন নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বগটুই এসে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাজের সমালোচনা করলেও সে সময় তাঁকে সরাননি। পরে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরিয়েই ভাস্কর মুখোপাধ্যায়কে আনা হয়েছিলো। তিনিও তিন মাসের বেশি ছিলেন না। রাজনারায়ণ মুখোপাধ্যায়ের সময়েই লোকসভা ও ত্রিস্তর পঞ্চায়েত ভোটে জেলায় ভালো ফল করে শাসক শিবির। তারপরেও স্বল্প সময়ের মধ্যে সরানো হলো রাজনারায়ণ মুখোপাধ্যায়কে। কেন জেলায় বার বার এভাবে পুলিশ সুপার বদল? তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *