পানীয় জলের দাবিতে আসানসোলে বিক্ষোভ

Spread the love

পানীয় জলের দাবিতে আসানসোলে বিক্ষোভ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

  দীর্ঘদিন ধরেই গ্রীষ্মকালে আসানসোল এলাকায় পানীয় জলের সমস্যা দেখা যায়। যদিও ভূগর্ভস্থ জলের অভাবে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি এখন যেটা ঘটছে সেটা পুরোপুরি 'ম্যান মেড'। এলাকায় দীর্ঘদিন ধরে কুলটির সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে আসছে। কিন্তু গত প্রায় তিন মাস ধরে সেল কর্তৃপক্ষ এই পানীয় জল সরবরাহ বন্ধ রেখেছে। ফলে চরম সমস্যায় পড়ে এলাকাবাসী এবং তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। 

    এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুলটির ইসকো গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা থাকলেও   ইসকো কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। এমনকি এলাকাবাসীর পক্ষ থেকে তাদের বারবার জানিয়েও কোনো ফল    হয়নি। 

  যাইহোক পথ অবরোধের জন্য যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও সিআইএসএফের আধিকারিকরা।

   কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে কুলটির সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে এলেও  গত তিন মাস ধরে এই পানীয় জল বন্ধ রেখেছে।তাই বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। তিনি ইসকো সেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করে অবিলম্বে পানীয় জল সরবরাহ চালু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *