অমর ভাবনা
সমীরণ দাস (কলকাতা)
নিজের কথা ভাবছে সবাই,
সবার কথা ভাবছে কজন!
শুধু ভাবতে তাও বলিনি
বুঝলে আমার বন্ধু স্বজন।
স্বজন কেবল আত্মীয় নয়!
আশ-পাশের ও হতে পারে
সুখে দুঃখে অসময়ে
যে তোমার হাতটা ধরে।
হাতটা ধরলে সব হয়না!
ভাবটা ও তো হতে হবে,
ভাবের জন্যে মনটা সবার
সহজ সরল করতে হবে।
শুধু সহজ, শুধুই সরল -
সমাজ ভাবে বেজায় বোকা!
একটু চালাক নিজের জন্যে
পদে পদে নইলে ধোঁকা।
ধোঁকাদারী পাওনা ভারী
গভীর ক্ষত সারা জনম,
এমনি করেই এ জগতে
বিশ্বাসের রোজ হচ্ছে মরণ!
মরণ নিয়ে যদি বলি -
মানুষ ওতো নয়তো অমর,
অর্থ, বিত্ত, বিষয় - আশয়
কেউ করে না মৃত্যু সফর
সফর আগে সবার মাঝে
নিজের ছাপ রাখতে হবে
শেষের পরে ও সেদিন ভবে
মানুষ তোমার অমর কবে।