অমর ভাবনা

Spread the love

অমর ভাবনা

সমীরণ দাস (কলকাতা)

              নিজের কথা ভাবছে সবাই,
             সবার কথা ভাবছে কজন!
               শুধু ভাবতে তাও বলিনি 
               বুঝলে আমার বন্ধু স্বজন।
               স্বজন কেবল আত্মীয় নয়!
               আশ-পাশের ও হতে পারে 
                   সুখে দুঃখে অসময়ে 
                  যে তোমার হাতটা ধরে।
                  হাতটা ধরলে সব হয়না!
                   ভাবটা ও তো হতে হবে,
                 ভাবের জন্যে মনটা সবার 
                  সহজ সরল করতে হবে।
                   শুধু সহজ, শুধুই সরল -
               সমাজ ভাবে বেজায় বোকা!
                একটু চালাক নিজের জন্যে 
                    পদে পদে নইলে ধোঁকা।
                    ধোঁকাদারী পাওনা ভারী 
                      গভীর ক্ষত সারা জনম,
                      এমনি করেই এ জগতে 
                  বিশ্বাসের রোজ হচ্ছে মরণ!
                       মরণ নিয়ে যদি বলি -
                   মানুষ ওতো নয়তো অমর,
                    অর্থ, বিত্ত, বিষয় - আশয় 
                     কেউ করে না মৃত্যু সফর 
                      সফর আগে সবার মাঝে 
                      নিজের ছাপ রাখতে হবে 
                     শেষের পরে ও সেদিন ভবে 
                      মানুষ তোমার অমর কবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *