ভাতার গীত সংগীত শিক্ষায়তনের উদ্যোগে প্রমানন্দ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, উপস্থিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০ ছাত্রছাত্রী।
কর্মসূচি চলল রবিবার তিনটে পর্যন্ত।
দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ভাতারের প্রমানন্দ বিদ্যালয়ে।
গীত সংগীত শিক্ষায়তনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজকের শেষ দিন ছিল আর এই শেষ দিনে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
নাচ,গান, কবিতা ও বসে আঁকো প্রতিযোগিতা মধ্যে দিয়ে এই কর্মসূচি চলে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 600 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে।
বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা, অর্পিতা বন্দ্যোপাধ্যায় জানান,
রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় নাচ গান আবৃত্তির স্কুল তৈরি হয়েছে। কিন্তু সেই ভাবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের জন্য প্ল্যাটফর্ম নেই। তাই আমি এই উদ্যোগ নিয়েছি যে যাতে করে ছাত্রছাত্রীদের মনোবল আরও বাড়ে।
তবে আগামী দিনে এর থেকে আর বড় কর্মসূচি নেব।
অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীরা দারুন ভাবে সাহায্য করেছে আমাকে, সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।