বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক শিবির,সদাইপুর থানার উদ্যোগে

Spread the love

বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক শিবির,সদাইপুর থানার উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও জেলার থানাগুলির আয়োজনে নানান সময়ে নানান বিষয়ে নানান ভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে গাড়ির চালক,পথচলতি মানুষ ছাড়াও সমাজের অন্যান্য পেশায় নিযুক্ত সকলস্তরের মানুষদের সচেতন করা হয়ে থাকে। এতদিন পুলিশের সচেতনতা মূলক কর্মসূচি হিসেবে বেশি চিহ্নিত ছিল। কিন্তু সম্প্রতি জেলার বুকে জলজ্যান্ত সমস্যা হিসেবে বাল্যবিবাহ। যাহা নিয়ে জেলার স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের আধিকারিক গন ও চিন্তিত। সমস্যা দূরীকরণে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতা ও কৌশল অবলম্বন করা হচ্ছে। তথাপি যেন বাল্যবিবাহ বেড়েই চলেছে। এবার জেলা পুলিশের পক্ষ থেকে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ক্লাব, মন্দির কমিটির সদস্যদের নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।এদিন রবিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও সদাইপুর থানার আয়োজনে স্থানীয় থানা এলাকার প্রায় ৭৫ টি ক্লাব ও ৫০ টি মন্দির কমিটির সদস্যদের নিয়ে সদাইপুর থানা প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে বাল্যবিবাহ প্রতিরোধ করা।সেটার উপরে বিশেষ নজর দেওয়া হয়। পাশাপাশি শিশুশ্রম বন্ধ করা।ড্রাগের নেশা প্রতিরোধ করা।মোবাইল ফোনের নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে ক্লাবের ভূমিকা।সেফ ড্রাইভ সেভ লাইফ।পণপ্রথা বন্ধ করা।কুসংস্কার ও বর্তমান সমাজ ইত্যাদি বিষয়ের উপর রূপরেখা তৈরি করা হয় এবং সকলের সহযোগিতায় উপরিউক্ত সমস্যা দূরীকরণে কিভাবে কি করা যায় তথা বন্ধ করা যায় তাহা নিয়ে ভাবতে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কে ইন্সপেক্টর সুব্রত ইন্দ্র,সদাইপুর থানার ও সি মহম্মদ মিকাইল মিয়া সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উল্লেখ্য জেলার মধ্যে যখন বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ ইত্যাদি বিষয় নিয়ে আলোড়িত ঠিক তখনই বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত পোস্টার ব্যানার ফেস্টুন সহযোগে সদাইপুর থানার চতুর্দিকের দেয়ালে জ্বলজ্বল করছে। সেই প্রেক্ষিতে আজকের আলোচনা আরো একপ্রস্থ এগিয়ে সচেতনতার বার্তা ছড়ানোর লক্ষ্যে বলে স্থানীয় জনমানসে অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *