দক্ষিন ভারতের অন্যতম সেরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ এবার হাতের নাগালেই। হায়দ্রাবাদের অন্যতম সেরা মাল্টিস্পেশালিটি হাসপাতালের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ড: সারদা মামিল্লাকে চিকিৎসা পরামর্শর প্রতি মাসের শেষ সপ্তাহে দুর্গাপুরে পাওয়া যাবে l ওই বেসরকারী হাসপাতাল একটি আউটডোর পরিষেবা চালু করেছে দুর্গাপুরের সিটি সেন্টারের কমার্শিয়াল মার্কেট কম্পলেক্স এ। মহিলাদের জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসার পরামর্শ দিচ্ছেন এই অভিজ্ঞ স্ত্রী-রোগ বিশেষজ্ঞ।
এবার দুর্গাপুরে দক্ষিণ ভারতের সেরা স্ত্রী বিশেষজ্ঞ
