খায়রুল আনাম,
বীরভূম : বিগত কিছুদিন ধরেই শান্তিনিকেতন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে পুলিশের উপরে চাপ বাড়ছিলো। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকার পরিপ্রেক্ষিতে দেশ-বিদেশের বহু ছাত্রছাত্রী এখানে রয়েছে। পর্যটকদেরও আনাগোনা রয়েছে এখানে। শান্তিনিকেতন এলাকার নিরাপত্তা বাড়াতে বোলপুর থানার সাথে সাথে পৃথক শান্তিনিকেতন থানা এবং একটি মহিলা থানাও তৈরী করা হয়েছে। তার পরেও এখানে নিরাপত্তায় বিঘ্ন ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একই এলাকায় দু’টি থানা থাকা সত্বেও নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না কেন? ছাত্রীরা সাইকেলে গেলে তারা বিভিন্ন সময়ে ছিনতাইকারীদের কবলে পড়ছেন। এরই মধ্যে এবার শান্তিনিকেতন থানার পুলিশ শান্তিনিকেতনের শ্যামবাটির লালবাঁধ এলাকায় হানা দিয়ে আকাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে। ধৃত আকাশ রায়ের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।