সরস্বতী পূজো উপলক্ষে লোকপুর থানায় শান্তি কমিটির মিটিং
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে স্থানীয় থানার সভাকক্ষে লোকপুর থানা এলাকায় সরস্বতী পূজা উপলক্ষে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় শনিবার। আলোচনা থেকে উঠে আসে যে,ডি জে বক্স না বাজানো,মদ্যপ অবস্থায় মন্দিরে না যাওয়া বা রাস্তাঘাটে প্রকাশ্যে ঘোরাফেরা না করা।কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকা সহ শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, এএস আই নয়ন ঘোষ, শিক্ষক সেখ জুলফিকার আলী, সমাজসেবী দীপক শীল, উজ্জ্বল দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।