বিকৃত সমাজ

Spread the love

বিকৃত সমাজ

সৌমিতা দত্ত (আন্দুল, হাওড়া)

‘আকাঙ্খা রেখো অনেক উচ্চ’
বলেছিলেন শিক্ষক মহাশয়,
আরও বলেন শুনি পরিশ্রমের
ফল নাকি কখনও যায়না বৃথায়,
সেসব কথা আজও আমার
কানে এসে বাজে,
সত্যিই কি পরিশ্রম বা মেধার
আজ আর কোনো দাম আছে?

সমাজ আজ ঘুষের চাদরে হয়েছে পরিপূর্ণ;
নত মস্তকে মেধারা সব হয়েছে চূর্ণবিচূর্ণ।।
রাজনীতি দিয়ে কেনা আজ সমাজ থেকে শিক্ষা,
অন্ধ সমাজ সেই শিক্ষায় করছে আজ ভিক্ষা।।

যুবশক্তির উদ্যম আজ লোভ লালসার শিকার ;
ধর্ষক বা ক্রিমিনালদের তাই হয়না কোনো বিচার।
প্রতিবাদের রব ওঠে মোমবাতির শিখায়,
প্রতিবাদের আওয়াজ থেমে যায় সময়ের নীরবতায়।।

দেশের নিয়ম বিক্রি হয়েছে উচ্চবর্ণের টাকায়,
একের পর এক নৃশংস হত্যা হয়েই চলেছে নির্দ্বিধায়।
কলিযুগের বিষাক্ত সমাজে নেই মানুষের বিবেক,
তবুও চাইবো বিবেকহীন সমাজে
হোক চেতনার উন্মেষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *