পুলিশের উপস্থিতিতে ভাতার কলেজের অনুষ্ঠান

Spread the love

পুলিশের উপস্থিতিতে ভাতার কলেজের অনুষ্ঠান

সেখ রাজু,

ভাতার থানার পুলিশের উপস্থিতিতে ভাতার দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠানে করা হয় । দাবি, এই অনুষ্ঠানে ডাক পেলেন না কলেজের ভূমিদাতা ও অর্থদাতা সহ পরিচালন কমিটির সদস্য অশোক হাজরা এবং কলেজ প্রতিষ্ঠাতা তথা ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা । কলেজে কয়েক হাজার ছাত্রছাত্রী থাকলেও অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি হার যথেষ্ট প্রশ্ন চিহ্ন রেখে দেয় ।
বাংলার বেশ কিছু জায়গায় যেমন পুলিশের উপস্থিতিতে সরস্বতী পুজো সম্পূর্ণ হওয়ার ছবি আমরা দেখতে পাই । ঠিক তেমনি কলেজের অনুষ্ঠানে যাতে অশান্তি তৈরি না হয় তাই ভাতার থানার পুলিশে উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় । প্রশ্ন কিন্তু এখান থেকেই শুরু । এমন কি হলো শিক্ষাদান চত্বরে পুলিশের উপস্থিতি । উল্লেখ্য পূর্ব বর্ধমানের ভাতার হল এক অন্যতম সংস্কৃতি পূণ্য এলাকা । অনেকেই বলেন – এই জায়গায় একটি কলেজের আশু প্রয়োজনীয়তা অনুভব করেন তৎকালীন বিধায়ক বনমালী হাজরা । তার প্রচেষ্টায় এবং বর্তমান ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরা সহ অন্যান্যদের পরিপূর্ণ সহায়তায় এই কলেজ গড়ে ওঠে । বিভিন্ন বাধা অতিক্রম করে পড়াশোনার মান কলেজের গৌরব ছড়িয়ে পড়তে থাকে সমগ্র জেলা জুড়ে । আজ সেই কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পুলিশের ঘেরাটোপে । এ দৃশ্য সত্যিই ভাতারের মানুষের মনকে বিচলিত করে তোলে । যাদের সাহায্যে ভাতার কলেজ প্রতিষ্ঠা, আজকের এই অনুষ্ঠানে তারাই হলেন উপেক্ষিত । যদিও কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সদুউত্তর না পেলেও সমাজসেবী অশোক হাজরাকে জানতে চাইলে তিনি জানান এই প্রথম কলেজের অনুষ্ঠানে তিনি ডাক পাননি । উল্লেখ্য আজকে বাৎসরিক অনুষ্ঠান এবং নবীনবরণ হচ্ছে সে বিষয়ে তিনি অজ্ঞাত ছিলেন । অশোক হাজরা জানান আজকের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি । কলেজ কর্তৃপক্ষ না জানালেও আগামী দিন কলেজ সহ ভাতারের সমগ্র উন্নয়নে মানুষের পাশে থাকবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *