২২ লিটার অবৈধ চোলাই ও মোটরসাইকেল সহ ধৃত-১, লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে অবৈধভাবে চোলাই নিয়ে সীমান্তবর্তী বীরভূম জেলার নানান থানা এলাকার গ্রামগুলোতে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। সেরূপ শুক্রবার লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড রাজ্যের বাগডহরী থানা এলাকার দিক থেকে এক মোটরসাইকেল আরোহী চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকছে। যার প্রেক্ষিতে লোকপুর থানার ওসি টহলরত পুলিশদের ঝাড়খণ্ড সীমান্তবর্তী লোকপুরে ঢোকার বিভিন্ন রাস্তার উপর নজরদারি চালাতে নির্দেশ দেন। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ লোকপুর পুরাতন থানার সামনে চোলাই সহ একব্যক্তি পুলিশের ফাঁদে ধরা পড়ে। তল্লাশি অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই উদ্ধার করে। অবৈধ চোলাই ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ধৃতের পরিচয়ে জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার সুদ্রাক্ষীপুর গ্রামের জয়দেব গোপ(৩৩)।পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, চোলাই নিয়ে স্থানীয় থানার লোকপুর গ্রামের বিষ্ণু দাস, উজ্জ্বল দাস,সেন্টু দাস,বাপী বাউরি, স্বপন দাস, সঞ্জয় ধীবর নাকড়াকোন্দা গ্রামের বীরবল বাগ্দী, তপন দাস,ভাদুলিয়া গ্রামের সুকুমার ডোম, সগড়ভাঙ্গা গ্রামের জগন্নাথ বাউরি, শিবপুর গ্রামের বিশ্বজিৎ পাল,কাজল মন্ডল ও বিশালপুর গ্রামের বিশ্বজিৎ পাল এইসমস্ত ব্যাক্তিদের সাথে চোলাই এর কারবার চলতো বলে ধৃত ব্যাক্তি স্বীকার করে বলে জানা যায়।
লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।