সোলহ আনা কবরস্থান কমিটির প্রাক্তন সভাপতি স্বর্গীয় শওকত আলির স্মরণে বিশাল ইফতার আয়োজন
মেয়র ফিরহাদ হাকিমের বিশেষ উপস্থিতি
কলকাতা, ০৯ মার্চ (মুহাম্মদ নাঈম) – রমজান মাসের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে কলকাতার সোলহ আনা কবরস্থান কমিটির প্রাক্তন সভাপতি স্বর্গীয় শওকত আলির স্মরণে এক বিশাল ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং শুভ্রত বক্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার আয়োজনে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সমাজসেবী, ব্যবসায়ী সম্প্রদায় ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে শরাফুদ্দিন আলি আহমদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, রমজান আমাদের ত্যাগ, ভালোবাসা ও ঐক্যের শিক্ষা দেয় এবং এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি আরও মজবুত করে।
হাওড়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল কাইয়ুম আনসারি মেয়রের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি জনপ্রতিনিধি ও নাগরিকদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ইতিবাচক দিককে প্রতিফলিত করে।
ইফতার দাওয়াতের সমাপ্তি বিশেষ দোয়ার মাধ্যমে হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। এই আয়োজনে বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারিনটেনডেন্ট নবীন কাজোর, মুহাম্মদ পরভেজ আনসারি, ফখরুদ্দিন আলি আহমদ, আব্দুল সালাম রাজ, মুহাম্মদ আকবর আলি জানি এবং ওয়াজিদ আলিসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।