পূর্ব বর্ধমান ড্রাইভার এসোসিয়েশন সোসাইটি উদ্যোগে বর্ধমান শহরে উল্লাস মোড়ে ইফতার মজলিস।
পূর্ব বর্ধমান জেলার উল্লাস মোড়ে পূর্ব বর্ধমান ড্রাইভার অ্যাসোসিয়েশন সোসাইটির উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল
জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ড্রাইভার এসেছিলেন এই ইফতার মজলিসে।
সম্পাদক শেখ সাইদুল জানান যে, ড্রাইভার দের কোন ধর্ম হয় না। তাই কেবলমাত্র ইফতার মজলিস নয় আমরা সকল ধর্মের কর্মসূচি পালন করি।
পাশাপাশি রবিবার আমরা একটি পাঠশালা চালাই। যেখানে বিনা বয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করি।
বর্ধমান থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।