উপাসনার বসন্ত উৎসব
সাধন মন্ডল,
বিগত বেশ কয়েকবছর ধরে বসন্তের বন্দনায় নৃত্য উপাসনা শহরের দশের বাঁধে জাঁকজমক উভয় ভাবে পালিত করে আসছে এবার ও তার ব্যতিক্রম ঘটে নি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার দেবাশীষ লাহা, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অন্যতম কর্ণধার রবীন মন্ডল,প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস, মহামায়া ষোল আনা কমিটির যুগ্ম সম্পাদক দামোদর দে,গোপাল দে ও সাংবাদিক প্রশান্ত মুখোপাধ্যায়।সংস্থার প্রায় দেড় শতাধিক ছাত্রী নৃত্য পরিবেশন করে সকলকে আনন্দ দেয়। রঙ্গিন পোষাকে
মনের আনন্দে উৎসব প্রাঙ্গনটি নৃত্য শিল্পীরা ঘুরে বেড়ানোর মতো ভালো মূহুর্ত
আর কিছু হতে পারে না। শুধু বরণ নয়, সকলের মধ্যে সৌহার্দ্য ও সাংস্কৃতিক মেলবন্ধনে ই রয়েছে উৎসবের সার্থকতা। পুরানো কে বিদায় দিয়ে নতুন কে আহ্বান জানানোর মধ্যে রয়েছে বসন্ত উৎসবের আনন্দ। শুধু লাল নীল আবীরে নয় ছাত্রীরা মেতেছিল বসন্তের গানে কবিতায় নাচে। ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকা দীপালী দত্ত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের সম্মানিত করা হয় বার্ষিক উৎসবে নৃত্য পরিবেশন করার জন্য।
এই উৎসব ১৫বছরে পদার্পন
করলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম কর্ণধার পার্থ সারথি দত্ত।