নাটকে দাপট দেখালেন সাংবাদিক সুদিন মন্ডল

Spread the love

নাটকে দাপট দেখালেন সাংবাদিক সুদিন মন্ডল

অনবদ্য অভিনয়ের মাধ্যমে মঞ্চ মাতালো ভাতারের জনপ্রিয় সাংবাদিক সুদিন মন্ডল। কলম ও ক্যামেরার পাশাপাশি অভিনয়ও যে তার প্রিয় নেশা এদিনের দুরন্ত অভিনয় তার প্রমাণ রেখেছে।
ভাতারের প্রচেষ্টা নাট্য সংস্থা ও নটরাজ মিউজিক কলেজের রজত জয়ন্তী বর্ষে ভাতার বাজার হাউসিং মাঠে চলছে, দুদিনের সাংস্কৃতিক উৎসব। সেখানে শনিবার প্রথম দিনের সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক ও অভিনয় জগতের প্রাণপুরুষ মনোজ মিত্র রচিত নাটক ‘সত্যি ভূতের গপ্পো’। ওই নাটকের দাড়িবাবার চরিত্রে সাংবাদিক সুদিন মন্ডলের অনবদ্য অভিনয় নজর কাড়ে। উপস্থিত দর্শকের কাছে প্রশংসিত হয় তার অভিনয়। বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার হওয়ার পর তাকে শুভেচ্ছাও জানান অনেকে।
সাংবাদিক সুদিন মণ্ডল বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান রয়েছে তার। গ্রামে বেশ কয়েকটি নাটক ও যাত্রা তেও অভিনয় করেছেন তিনি। ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার প্রচেষ্টা নাট্য সংস্থা কেন্দ্র বিশিষ্ট নাট্য শিল্পী পরিচালক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাহচর্যে নাটক করার নেশা আবারও জেগে ওঠে। বছরখানেক আগে ভাতার হাই স্কুল মাঠে রথের মেলায় এই প্রচেষ্টা নাট্য সংস্থার পরিবেশনে ‘রথের রশি’ নাটকের অভিনয়ের পর আবারও এই নাটকে অভিনয় করতে দেখা যায় পেশায় সাংবাদিক এই
শিল্পীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *