সমাজ চিত্রনাট্য

Spread the love

সমাজ চিত্রনাট্য

শিবাণী চক্রবর্তী (শ্রীরামপুর, হুগলী)

শুনুন সকলে বলছি সত্যি
ভুলেও কখনো বলবো না,
হয়কে লয়, লয় কে হয়
তেমন কিছু করবোনা।
এই নাক ধরছি, কান ধরছি,
চুপ করেই তো থাকবো,
ছৌ নৃত্যের মুখোশটা পরে,
রং মেখে তো নাচবো ।
কু বলিব না,কু দেখিবো না,
কু শুনিবো না।
অনুভবটাই করব সার,
ভুল করেও অন্য পথে পা বাড়াবো না আর।
গ্রামে, দেশে ,শহরে, কানে মুখে ফিশফাস কুটচক্রে ভরা ,
ছড়িয়ে ছিটিয়ে ছেয়ে গেছে
আলেয়ার মায়াবীরা।
দূষণের দোষে ঝাপসা নয়ন
সকলেই অন্ধকার,
যে যার নিয়ে ব্যস্ত সকলে
আমি কার তুমি কার?
হারিয়ে যাচ্ছে, বিবেক শ্রদ্ধা,
ভালোবাসা আত্মবিশ্বাস,
দম্ভাসুর লোভাসুরে
করল শেষ, পড়ছে দীর্ঘশ্বাস।
দেখে শুনে মাথাটা বিগড়ে যাচ্ছে ঘুরছে মাথা বন বন,
কালের চক্রে বইছে হাওয়া ঘূর্ণিপাকে শন শন।
যুগের খেলায় খেলছে মালিক,
তিন তুরুপের তাস,
দুনিয়াটা ভাসছে ঘুষে,
লাগাম ছাড়া সন্ত্রাস।
শিক্ষাদিক্ষা সব গেল ঘুষের হাতে,
সম্মান ,ভালোবাসা, সম্পর্ক,
চলছে ঘুষের সাথে।
চেনা বন্ধু অচেনা হয়,
কালের ঘূর্ণিপাকে,
যেতে হয় অন্তিম যাত্রায়
পড়লে বিপাকে।
টাল বেটাল করেছো যদি এই দুনিয়ায়,
ঘুষেতেই চলছে জগৎ বাঁচার পথ নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *