বং সিনেমাটিক নিবেদিত মিউজিক ভিডিও এলবাম নীলাঞ্জনা অফিসিয়াল ট্রেইলার প্রকাশ

Spread the love

বং সিনেমাটিক নিবেদিত মিউজিক ভিডিও এলবাম নীলাঞ্জনা অফিসিয়াল ট্রেইলার প্রকাশ পেলো বং সিনেমাটিক এর ইউটুব ডিজিটাল প্লাটফর্ম এ। নবাগত শিল্পী দের পরিচিতি প্রকাশ এ বং সিনেমাটিক এগিয়ে চলেছে তার আঙ্গিকারে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করলেন তার কাজের মাধ্যমে ই মিউসিক ভিডিও এলবাম এ কাজ করতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্য কে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলেও চলচ্চিত্র জগতে তার প্রথম আত্মপ্রকাশ। বিগত দিনে শুধু মিউসিক এলবাম না তার অভিনিত টেলি ফিল্ম “অন্তহীন ” আসতে চলছে । নবাগত শিল্পী দের মধ্যে এই এলবাম এ কাজ করছে নবাগত নরেন চক্রবর্তী । পরিচালনা ও নির্দেশনা পরিচালক বিস্বরূপ সিনহা । মেকআপ আর্টিস হিসাবে কাজ করছেন বুলু গোস্বমি । বিশ্বরুপ সিনহা এর আগেও অনেক কাজ উপহার দিয়েছেন দর্শক দের তিনি বলেন সমাজের নবাগত শিল্পী দের এগিয়ে দিতে আমাদের এই প্রয়াস । তারা সমাজে প্রতিষ্ঠিত হলে আমাদের সংগঠনে স্বার্থগতা ।
খুব তাড়াতড়ি আসতে চলেছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য ভিডিও এলবাম টি সাথে তার অভিনিত টেলি ফিল্ম অন্তহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *