ফুরফুরায় সেমিনার
বুধবার ফুরফুরা শরীফে পীর বড় হুজুরের স্মরণে শিক্ষা মূলক একটা সেমিনার অনুষ্ঠিত হয়। পীর দাদা হুজুরের পূর্ণ কামালিয়াতের অধিকারি পীর বড় হজুরের সমগ্র জীবনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ফুরফুরার প্রায় কুড়িজন পীরসাহেব। উদ্যোক্তা ছিলেন পীরজাদা সওবান সিদ্দিকী। ছিলেন সমাজের শিক্ষাবিদ, গুনীজন সহ বিশিস্ট বক্তিরা।
তিনি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সম্প্রীতি বা ঐক্যের মহান নেতা। পীরজাদা ইমরান সিদ্দিকী, পীর সৈয়দ আমজাদ হোসেন
মাওলানা আবু সালেহ রেজওয়ানুল করিম,
পীরজাদা তহা সিদ্দিকী,পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পীরজাদা আজমাতুল্লাহ সিদ্দিকী, পীরজাদা উজায়ের সিদ্দিকী ও সৈয়দ সাজ্জাদ হোসেন পীরসাহেব এর কর্মজীবন নিয়ে আলোচনা করেন।
স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারত চীন যুদ্ধের সময় তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রচুর স্বর্ণালঙ্কার দান করেছিলেন।
রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ড, রফিকুল ইসলাম
পীরজাদা হোজায়ফা সিদ্দিকী, পীরজাদা মুজাহিদ সিদ্দিকী,আলি ইউসুফ সামবিল, পীরজাদা তামিম সিদ্দিকী, পীরজাদা মিনহাজ সিদ্দিকী, পীরজাদা কোহাফা সিদ্দিকী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বনগাঁ খানকাহ সহ রাজ্যের বিভিন্ন স্থানে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।